পঞ্চগড়ের আটোয়ারীতে রেফ্রিজারেটরে সংরক্ষণ করে চলছিল ফেন্সিডিলের রমরমা ব্যবসা। ছিল বাসায় গ্রাহক এসে ফেন্সিডিল খাওয়ার ব্যবস্থাও।
গতকাল (মঙ্গলবার) রাতে আটোয়ারী থানা পুলিশের অভিযানে এমন অদ্ভূত চিত্র উঠে এসেছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখাতি গ্রামে মাদক বিক্রেতা কাবুলের বাড়ির রেফ্রিজারেটরে এই দৃশ্য দেখে পুলিশ। এই সময় রেফ্রিজারেটরে সাত বোতল ফেন্সিডিলের বোতল জব্দ করে পুলিশ। কাবুল ওই এলাকার আনারুলের ছেলে। তল্লাশী চলাকালে বেশ কিছু ফেন্সিডিলের খালি বোতল রান্নাঘরের চুলার মধ্যে পাওয়া যায়।
আটোয়ারী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল রানা বিষয়টি নিশ্চিত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে কাবুলের বাড়িতে তল্লাশী করা হয়। সেখানে তার শয়ন ঘরের রেফ্রিজারেটর থেকে সাত বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এছাড়া রান্নাঘরের চুলোর ভেতরে বেশ কিছু খালি বোতলও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মাদকসেবীরা কাবুলের বাড়িতে বসেই ফেন্সিডিল খেত। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কাবুল ও তার ভাই সাবুল আগেই পালিয়ে যায়।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান ওসি সোহেল রানা।
আপনার মূল্যবান মতামত দিন: