ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ২২:১৩

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়া বাজারে "সবার জন্য ব্যাংকিং" এ মূলমন্ত্রকে সামনে রেখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখারে উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ১৬ আগস্ট (মঙ্গলবার) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এজেন্ট ব্যাংকিং বিভাগের হেড অব বিজনেস মোঃ নাজমুস সাদাত, সহকারি ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম, ৩নং কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেম্বার, ভবন মালিক ও আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন মজুমদার।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কুমিল্লা এরিয়া ম্যানেজার সন্দিপন মিত্রের সভাপতিত্বে ও মিয়াবাজার এলএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এজেন্ট আউটলেটের স্বত্ত্বাধিকারী মোঃ ফয়সাল, কালিকাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ভান্ডারী, ইউ'পি সদস্য জামাল আহম্মেদ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মো: হানিফ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মজুমদার মিলন, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, রোটারিয়ান বিপ্লব চৌধুরী ভানু, আব্দুল কাদের কাইয়ুম ভূইঁয়া সুমন, অবসর প্রাপ্ত অডিট কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী, এজেন্ট ইনচার্জ কামরুন নাহারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর