বান্দরবানে সাড়ে চার লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

বান্দরবান প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ০৬:৪৯

সংগৃহীত

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানার অভিযান চালিয়ে সাড়ে চার লক্ষ টাকার ২টি মামলার জব্দকৃত মাদকদ্রব্য আগুনে পুড়ে ধ্বংস করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকালে বান্দরবান আদালত চত্বরে আইনি মামলার প্রক্রিয়া শেষে জব্দকৃত বিদেশি সিগারেট ও ইয়াবা ধ্বংস করা হয়।

আদালত দেওয়া তথ্যমতে, নাইক্ষ্যংছড়ি সীমান্তের অভিযান চালিয়ে বিদেশি সিগারেট ৫০ টি প্যাকেট ও ৯শত ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য বিরুদ্ধের আদালতে ২ টি মামলা হয়। আইনি প্রক্রিয়া শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ,এস,এম এমরান উপস্থিতিতে এসব মাদকদ্রব্য গুলোকে ধ্বংস করা হয়।

এসময় নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই ধীমান বড়ুয়া, কোর্ট পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মোঃ মুজিদ, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এস,আই প্রিয়েল পালিত, জিআরও জাহাঙ্গীর, সহকারী কনস্টেবল মোছলেহ উদ্দীন, কনস্টেবল সাদেক সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: