-2022-08-15-17-35-20.jpg)
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট ২২ সোমবার সকালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. শামসুল হক, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানসহ পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর আগে ১৫ আগষ্টের শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা ও বঙ্গমাতাসহ পরিবারের শহীদ সদস্যদের স্মরণে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: