বান্দরবানে সাড়ে পাঁচ লাখ অর্থের মাদকদ্রব্য ধ্বংস

আকাশ মারমা মংসিং, বান্দরবান | ১৫ আগষ্ট ২০২২, ১২:০৫

সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ৩টি মামলার আলামত হিসেবে আগুনে পুড়ে ধ্বংস করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 

রবিবার (১৪অগষ্ট) বিকালে বান্দরবান আদালত চত্বরে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এর নির্দেশনায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার অভিযান চালিয়ে বিদেশি সিগারেট ১০০টি প্যাকেট, ছোট ৫০টি প্যাকেট, ১০টি বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক পাঁচ লাখ একত্রিশ হাজার পাঁচশত টাকা। 

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মিঠন সিংহ, এস আই এটিএম শহিদুল ইসলাম কোর্ট পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মোঃ মুজিদ, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত , কনস্টেবল, সাদেক সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: