অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় | ১৪ আগষ্ট ২০২২, ১১:৩৬

সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইজারার জন্য নির্দিষ্ট তফসিলের বাইরে বালু উত্তোলন, পাকা রাস্তায় ভেজা বালুর ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা এবং পাকা রাস্তার পাশে বালু ডাম্পিং করে চলাচলে সমস্যা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় দেবীগঞ্জের ময়নামতি চর সংলগ্ন করতোয়া নদী থেকে বালু উত্তোলনের কারণে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এই সময় করতোয়া নদীর দেবীগঞ্জ ঘাটের ইজারাদার আ. স. ম. নুরে আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪, ৫ ও ১৫ (১) ধারা অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে একই কাজের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়েও সতর্ক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: