-2022-08-12-22-02-00.jpg)
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর উত্তর মতলব থানার দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ আগস্ট) আনুমানিক সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর উত্তর মতলব (মোহনপুর) থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পরিত্যাক্ত ঘর হতে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৩৩ হাজার ২০০ টাকা।
এসময় চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার মোহনপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ আশরাফুল হাসান ।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: