ফতুল্লায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি

মোশতাক আহমেদ শাওন | ১৩ আগষ্ট ২০২২, ০০:৪২

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের সময় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

ডুবে যাওয়া ট্রলারটিতে ২১ জন যাত্রী ছিলো। তারা সকলেই ক্ষুদ্র ব্যবসায়ী । প্রত্যেকেই সাতরিয়ে তীরে উঠতে পেরেছেন বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টায় ফতুল্লার বক্তাবলী ফেরী ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

ট্রলার চালক আমজাদ হোসেন জানান, প্রতিদিনই ভোরে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বক্তাবলী থেকে নদীপাড় হয়ে নারায়ণগঞ্জ শহরে যায় কেনাকাটা করতে। এদিনও বক্তাবলী ওপারের ঘাট থেকে অন্তত ২০/২১ জন ব্যবসায়ী ট্রলারে উঠে ছিলেন শহরে যাবেন। ঘাট থেকে কিছুটা গেলে আলী মিয়া নামে এক যাত্রীকে ট্রলারটি চালাতে দিয়ে আমি ভাড়া আদায় করতে যাই।

তখন ট্রলারটি প্রায় এপারের ঘাটের কাছে এসে পড়েছে। ঠিক তখনই ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেড এসে আমাদের ট্রলারের মাঝখান দিয়ে উঠিয়ে দেয়। এসময় যাত্রীরা সকলে নদীতে পড়ে যায়, পরে তারা সাতরিয়ে নদীর তীরে উঠে পড়েছে বলে শুনলাম। তবে যাত্রীর কাছে ট্রলার চালাতে দিয়ে তিনি অপরাধ করেছে বলে স্বীকার করেছে।

ট্রলারের যাত্রী রমজান মিয়া জানান, ট্রলারে যারা ছিলেন সবাই আমার পরিচিত। তারা প্রত্যেককে সাতরিয়ে তীরে উঠতে দেখেছি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের দুটি টিম নদীতে তল্লাশী চালাচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজের বিষয়ে কেউ দাবি করেনি। তারপরও আমাদের লোকজন নদীতে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: