পুলিশের ব্যতিক্রমী অভিযান: কৃষক সেজে আসামী গ্রেফতার

মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট | ১০ আগষ্ট ২০২২, ০৬:২১

সংগৃহীত

সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের ব্যতিক্রমী অভিযানে কৃষক সেজে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী গ্রেফতার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই তারিখে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। হামলায় উভয় পক্ষের প্রায় ০৬ জন আহত হন।

এঘটনায় একপক্ষের দায়ের করা মামলায় প্রধান আসামীকে গোপন সংবাদে ০৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় কৃষক সেজে কাজের সন্ধানে অভিযানে নামে পুলিশ।

অভিযান পরিচালনার একপর্যায়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপির লক্ষীপ্রসাদ গ্রাম হতে গত ২৬ জুলাই তারিখে মারামারির ঘটনায় এক পক্ষের দায়ের করা মামলার প্রধান আসামী লক্ষীপ্রসাদ গ্রামের মৃত মোবারক আলীর ছেলে জহির আলী (৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জহির আলীকে সকাল ১০ টায় গ্রেফতার করা হয়।

দুপুর ০১ টায় গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: