সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে এক ব্যক্তি অপহরণ

মোশতাক আহমেদ শাওন | ১০ আগষ্ট ২০২২, ০৬:১৬

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কবির হোসেন (৪৬) নামের এক ব্যাক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ আগষ্ট) সকাল নয়টার দিকে নাসিক ৬ নং ওয়ার্ডের এসও রোড মন্ডলপাড়া এলাকা থেকে কবির হোসেনকে ডিবি পরিচয়ে তুলে নেয় দুর্বৃত্তরা। এঘটনায় বুধবার (৩ আগষ্ট) দিনমজুর কবির হোসেনের ছেলে জীবন সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং-৩৯২৭।

এদিকে অপহরণের ৯দিন পার হলেও কবিরের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে বিরাজ করছে আতংক। কবির হোসেন নাসিক ৬ নং ওয়ার্ডের আইলপাড়া এলাকার জামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

অপহৃত কবির হোসেনের ছেলে জীবন জানান, ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার বাবার সাথে থাকা ব্যবহৃত মোবাইল (ফোন নাম্বার- ০১৮৫৯৯৯৪২৪৮) ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজেও তার সন্ধান পায়নি পরিবার। পুলিশকে অপহরণের ঘটনার দুটি ভিডিও ফুটেজ দেয়া হলেও পুলিশ এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান খুঁজে পায়নি।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তথ্য প্রযুক্তির সাহায্যে উদ্ধারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: