বান্দরবানে ইজিবাইক খাদে পড়ে পরীক্ষার্থী নিহত

বান্দরবান প্রতিনিধি | ৭ আগষ্ট ২০২২, ২০:৪৩

সংগৃহীত

বান্দরবানের লামায় ইজিবাইক দূর্ঘটনায় তাসমিন আক্তার(১৬) নামে এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। সে মালুমঘাট আইডিয়াল স্কুল এ্যন্ড কলেজের ২০২২ সালের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

এছাড়া একই ঘটনায় ইজিবাইকে থাকা চালকসহ আরো ৫ জন গুরুত্বর আহত হয়।

শনিবার (৬ আগষ্ট) সকালে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর- তাসমিন আক্তার, সে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী ২নং ওয়ার্ডের আব্দু রহিম মেয়ে। তবে অনান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, চকরিয়া থেকে লামা যাওয়ার পথে আসছিলেন ইজিবাইক। এসময় ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন মোড়ে টমটমটি (ব্যাটারি চালিত ইজিবাইক) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে টমটমে থাকা ড্রাইভারসহ মোট ৬জন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়।

পরে চিকিৎসকেরধীন অবস্থায় চকরিয়া হাসপাতালে তাসমিন আক্তার নামে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি লামা থানাধীন এলাকায় ঘটেছে। তবে নিহতের বাড়ি চকরিয়া হওয়াতেই চকরিয়া থানা ব্যবস্থা নিবেন বলে জানান এ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: