রাজশাহী ইউসেপ স্কুলে সভা ও পুরুষ্কার বিতরণী

শামসুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি | ৭ আগষ্ট ২০২২, ০৬:১০

সংগৃহীত

রাজশাহী নগরীর নওদাপাড়ায় ইউসেপ টেকনিক্যাল স্কুল ও ট্রেনিং সেন্টারে অভিভাবক সভা ও পুরুষ্কার বিতরণী'২২ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৬ আগষ্ট) সকালে ইউসেপ স্কুল ক্যাম্পাসে সেন্টার ইনচার্জ তানিমা হক'র সভাপতিত্বে ও শিক্ষকা উম্মে সারা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড এ প্রথম স্থান অধিকারী ছাত্রদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক হারুন অর রশীদ, জাকির হোসেন, আব্দুল কুদ্দুস, রেজাউল করিম, মাইশা ফারজানা, রুবেল রানা ও অভিভাবক ছাত্র-ছাত্রীরা।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম।

রাজশাহীতে এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। সভায় অভিভাবকরা তাদের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। এগুলো আমলে নিয়ে সেন্টার ইনচার্জ তানিমা হক সমস্যা সমাধানে সকলের সহযোগীতা কামনা করেন। সকলের জন্য দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, ইলেকট্রিক্যাল বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেন সাংবাদিক আবু কাওসার মাখন'র একমাত্র সন্তান মোঃ আবু সালেহ মাহিন। 



আপনার মূল্যবান মতামত দিন: