নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে: ১ শিশু নিহত, ৪ জন আহত

মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট | ৬ আগষ্ট ২০২২, ০৫:২০

সংগৃহীত

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে প্রাইভেট কার নদীতে, দূর্ঘটনায় ৪১ দিনের ১ শিশু নিহত ও ৪ জন আহত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৫আগস্ট শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেট কার দূর্ঘটনায় কবলিত হয়৷

জানা যায়, সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেট কারটি জাফলং যাচ্ছিল৷ পথিমধ্যে জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মেট্রো-গ ৩৫-৩১৯৭ প্রাইভেট কার গাড়িটি নক্ষীপুর নদীতে পড়ে যায়৷ এ ঘটনায় ৪১ দিমের ১ শিশু নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন৷

নিহত শিশু নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়ার মেয়ে রাহি আক্তার আদরী (৪১ দিন)৷ আহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের আলা উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩৫), তার স্ত্রী কাজল (৩০), নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) এবং আনিকা (৩০)৷

ঘটনার পর পর স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে৷ কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷

ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ সহ পুলিশের একটি টিম৷ ঘটনার পর হতে যান চলাচল স্বাভাবিক রয়েছে৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দূর্ঘটনায় ১ শিশুর মৃত্যু হয়েছে, ৪ জন গুরুতর আহত হয়েছেন৷ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি৷ আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবন্থা করি৷ গাড়ীটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে সংবাদ দিয়েছি৷ যান চলাচল স্বাভাবিক রয়েছে৷



আপনার মূল্যবান মতামত দিন: