কিশোরগঞ্জে ইটনা উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ হয়েছে।
০৫ আগস্ট (শুক্রবার) সকাল এগারোটায় ইটনা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
তখন উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি হাজী অমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর(খসরু), উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, আওয়ামীলীগ নেতা ইদ্দিস আলী, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহীদুল্লাহ মেম্বার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ বুজলু রহমান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আবু তালেব, মোঃ জহিরুল ইসলাম ঠাকুর, জহির আহম্মেদ রাজন, মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ওবায়দুল রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বিজয় রায় সহ কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জুম’আর নামাজের পর সকল মসজিদে শহীদ শেখ কামালের জন্য দোয়া করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) পাস করেন।
আপনার মূল্যবান মতামত দিন: