ফরিদপুরের নগরকান্দায় দেশীয় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার (০৩ আগষ্ট) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানের অংশ হিসেবে উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া ও ফুলসুতি বিলে দেশীয় মাছ ধরা প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মুল্যমানের প্রায় ৩ হাজার মিটার দৈর্ঘ্যের ৬০ টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করার পর তা ধ্বংস করেন নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।
এ সময় মৎস্য কর্মকর্তা রাজীব রায় জানান, দেশীয় মাছ সংরক্ষণে আমাদের এ অভিযান নিয়মিত চলবে।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার এস আই শুকুর আলী ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: