ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

মোশতাক আহমেদ শাওন | ৪ আগষ্ট ২০২২, ০১:০৭

সংগৃহীত

নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগষ্ট) ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 

আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, সকালে স্থানীয়রা বৈইলারকান্দি গ্রামে ভূইয়া বাড়ির রাস্তার পাশে বৈদ্যুতিক পোলের উপর অজ্ঞাত এক জনকে ঝুলে থাকতে দেখেন। এ ঘটনায় আশেপাশের হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। 

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে বৈদ্যুতিক খুটি থেকে মৃতদেহ নামিয়ে আনে। পল্লী বিদ্যুৎ সমিতি আরো জানায়, একটি চক্র বিভিন্নস্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। 

তবে নিহতের সাথে একটি এনড্রোয়েট মোবাইল, একটি প্লাস ও একটি স্কুড্রাইভার পাওয়া যায়। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। 

 



আপনার মূল্যবান মতামত দিন: