গলাচিপায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ৩১ জুলাই ২০২২, ০৭:২৮

সংগৃহীত

পটুয়াখালী গলাচিপায় বাংলাদেশ ব্যাংক বরিশাল কতৃক গলাচিপা উপজেলার সকল ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের আয়োজনে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ -২০২২ অনুষ্ঠিত হয়। 

(৩০ জুলাই) বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) বাংলাদেশ ব্যাংক বরিশাল, অসিত ভূষণ শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্, ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড পটুয়াখালী সমীরণ চন্দ্র কর্মকার, যুগ্ম- ব্যবস্থাপক (কারেন্সী) বাংলাদেশ ব্যাংক বরিশাল নিখিল চন্দ্র শীল। 

সভা পরিচালনা করেন উলানিয়া ব্রাঞ্চ ম্যানেজার বিলিয়ার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, গলাচিপা সোনালী ব্যাংক ম্যানেজার মু. ইব্রাহিম মোল্লা, সাবেক উলানিয়া ব্রাঞ্চ ম্যানেজার রিপন কুমার সাহা, পুবালী ব্যাংক ম্যানেজার জহিরুল ইসলাম, সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধানগন। 

উল্লেখ সভা শুরুতে প্রজেক্টরের স্ক্রিনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন, পরে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করা হয়। সভায় প্রধান অতিথি জালনোট প্রতিরোধে জনসচেতনতা মূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।


আপনার মূল্যবান মতামত দিন: