নারায়ণগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, গ্রেপ্তার ১৪

মোশতাক আহমেদ শাওন | ৩১ জুলাই ২০২২, ০৪:৩৬

সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। জেলা প্রশাসকের নির্দেশে শুক্রবার (২৯ জুলাই) রাতে নারায়ণগঞ্জের সদর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ১৪ জনের মধ্যে চিহ্নিত কুখ্যাত মাদকবিক্রেতা রনি (২৩), হাফিজুল (৩০) ও স্বপন তালুকদারের (২৫) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ১১ জনকে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ২১ গ্রাম হেরোইনসহ (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা) বিপুল পরিমান গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাসেল ইসলাম নূরের নেতৃত্বে মাদক বিরোধী এই অভিযানে র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: