নকলায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে জরিমানা

শেরপুর প্রতিনিধি | ২৯ জুলাই ২০২২, ১১:৩৮

সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলার চরমধুয়া গ্রামে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে মো. চাঁন মিয়া নামে একজন কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

২৮ শে জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা ১৫(১) অনুচ্ছেদে চরমধুয়া গ্রামের কসিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া কে ব্রহ্মপুত্র শাখার মৃগী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত জনসাধারণ কে অবৈধ ভাবে বালু উত্তোলনের কুফল সম্পর্কে সচেতন করা হয়। 

এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.বুলবুল আহমেদ জানান, নদী ভাঙন রোধে বর্তমান সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে আর একশ্রেণীর বালু দস্যু অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করে মানুষের ভিটামাটি ও কৃষি জমি ব্যাপক ক্ষতি সাধন করছে। 

তাই জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক অবৈধ বালু দস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: