জৈন্তাপুরে পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্টের অভিযান

মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট  | ২৯ জুলাই ২০২২, ১১:১৩

সংগৃহীত

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর, চিকনাগুল ও ফেরিঘাট এলাকায় পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। 

২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ০৬ টা থেকে ১০ টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের কঠোর নির্দেশনা এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবীর নেতৃত্বে পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার হরিপুর, চিকনাগুল ও ফেরিঘাট এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা এবং বালু উত্তোলনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ০২ টি ট্রাক আটক এবং পৃথক ০৩ টি মামলায় সর্বমোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। 

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি। পরিবেশ সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: