ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে একই এলাকার আব্দুর রাজ্জাক মোল্লা ও মাজেদুর রহমান গং দের সাথে।
এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে নালিসী মোকদ্দমাসহ কোতয়ালী থানায় মামলা চলছে। এ বিষয়ে পূর্বেই মামলা দায়ের করেছেন মাহেদুর রহমান ও তার ভাই আতিয়ার শেখ। যা ফরিদপুর কোতয়ালী থানা সি.আর মামলা নং ১৫৩/২২ ইং। মামলার বাদী মোঃ আতিয়ার শেখ গত ১৩ ফেব্রুয়ারি ২২ ইং কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে আতিয়ার শেখের ভাই ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাসিন্দা মাজেদুর রহমান ও একই সংক্রান্ত বিষয়ে গত ২৬শে জুলাই ফরিদপুর কোতয়ালী থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন যার মামলা নং-৮৩। এই অভিযোগের ভিত্তিতে আক্কাছ শেখ (৪০) নামে এক ব্যক্তি আটক করে কোতয়ালী থানা পুলিশ।
ঐ ঘটনার সুত্র ধরে বুধবার (২৭ শে জুলাই ) আব্দুর রাজ্জাক মোল্লার বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগের ভিত্তিতে মোঃ আতিয়ার শেখকে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ আটক করে।
আতিয়ার শেখের আটকের বিষয়ে তার ভাই মাজেদুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, হামলা ও ভাংচুরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, নিজেরাই নিজ বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা সাজিয়ে আমাদেরকে হেনোস্তা করার চেষ্টা করছে এবং আমার ভাইকে গ্রেপ্তার করেছে। আমরাই ওদের বিরুদ্ধে পূর্বেই মামলা করেছি। এ মামলা থেকে বাচার জন্য ওরা কাউন্টার মিথ্যা মামলা দিয়েছে।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি তার ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। ফরিদপুর কোতয়ালী থানার এএসআই খোরশেদ জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করে আতিয়ার শেখকে আটক করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: