দেওয়ানগঞ্জ পৌরসভা স্বতন্ত্র মেয়র প্রার্থী নির্বাচিত

তানভীর আহমেদ হীরা, জামালপুর | ২৮ জুলাই ২০২২, ১১:২৫

সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটারা স্বস্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। 

নির্বাচনের ভোট গণনা শেষে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিসেস ফারীন হোসেন।

রিটার্নিং কর্মকর্তা ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা জানান, স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী মেয়র পদে (জগ) প্রতীক নিয়ে ৭ হাজার ৯শ ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের মিসেস ফারীন হোসেন (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭শ ৩২ ভোট। এছাড়াও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো: শাহনেওয়াজ শাহানশাহ (নারিকেল গাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪শ ৫২ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী মো: আবুল কালাম আজাদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩শ ৪৮ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সাদেক আকতার নেওয়াজী (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩শ ১২ ভোট। 

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের মোট ৯৪টি বুথে ভোটাররা ভোট প্রয়োগ করেন। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধরণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। 



আপনার মূল্যবান মতামত দিন: