দুর্ঘটনা এড়াতে চিম্বুক-থানচি সড়কের দুপাশে বৃক্ষরোপন

বান্দরবান প্রতিনিধি | ২৭ জুলাই ২০২২, ০৪:৪৬

সংগৃহীত

বান্দরবানে চিম্বুক ও থানচি সড়কের পাশের দুর্ঘটনা এড়াতে বিভিন্ন প্রজাতীর বৃক্ষরোপন ও সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়েছে।

২৬ জুলাই মঙ্গলবার দুপুরে নীল দিগন্ত কেন্দ্রস্থল জীবন নগর এলাকা জুড়ে চারা রোপন কার্যক্রম শুরু হয়।

এসময় বান্দরবান প্রেস ক্লাব, যমুনা টেলিভিশন, জীপ মাইক্রো সমিতি ও টি ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে সড়কের দু পাশের বিভিন্ন প্রজাতির ৫ হাজার চারা গাছ রোপন করা হয়। এছাড়া এলাকাবাসীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

উদ্যোক্তারা জানান, জীবননগর ও চিম্বুক এলাকায় প্রায়ই যানবাহন দুর্ঘটনা ঘটে। এর কারণ সড়ক জুড়ে বাঁক ও আশেপাশে গাছগাছালি না থাকা। সড়কের পাশে যদি গাছ থাকে তাহলে অন্তত দুর্ঘটনা থেকে কিছুটা রেহাই পাবে। তাই আগামী দিনে এ রকম উদ্যেগ নেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. মাহবুব মোরশেদ, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, যমুনা টিভির চট্টগ্রাম ব‍‍্যুরো প্রধান মোহাম্মদ তারেকের টি ফাউন্ডেশন, যমুনা টিভি ষ্টাফ রিপোর্টার বাটিং মারমা, মাইক্রো সমিতির সভাপতি নাছিরুল আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিলন চক্রবর্তীসহ সর্বসাধারণ ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: