চুয়াডাঙ্গায় পাটচাষীদের সমস্যা নিয়ে দ্বারস্থ কৃষকজোট

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৭ জুলাই ২০২২, ০২:০০

সংগৃহীত

ভরা মৌসুমে অনাবৃষ্টি এবং জলাধারে পানি না থাকায় বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার পাটচাষীরা। কৃষকদের এ সমস্যা নিয়ে সংসদ সদস্য ও কৃষি বিভাগের দ্বারস্থ হয়েছে চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন কৃষকজোট। মঙ্গলবার সকালে জোটের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যে সোলায়মান হক জোয়ার্দ্দারের সাথে দেখা করে সমস্যা তুলে ধরেন।

চুয়াডাঙ্গা জেলা কৃষকজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী জানান, অনাবৃষ্টির কারণে একদিকে জেলার জলাধারগুলো পানিশূন্য অবস্থায় আছে। অন্যদিকে জেলার পানি উন্নয়ন বোর্ড নদীতে পাট জাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে পাটচাষীরা মহাবিপাকে পড়েছে। আমরা সমস্যা সমাধানের জন্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহার সাথে দেখা করি। তিনি সমাধানের কোনো পথ দেখাতে পারেননি। পরবর্তিতে আমরা সংসদ সদস্যের সরণাপন্ন হই।

তিনি আরো বলেন, সংসদ সদস্য সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জোটের নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, সহ-সভাপতি বায়েজীদ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু, উন্নয়ন সংস্থা রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও দি এশিয়া ফাউন্ডেশনের ‘চাষাবাদ’ প্রকল্পের সমন্বয়কারী মশিয়ুর রহমান।


আপনার মূল্যবান মতামত দিন: