দুপুরের দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন ফাতেমা জাহান। পথে ভেজা সড়কে আচমকাই পিছলে যায় মোটরসাইকেলটি। এতে দুজনেই সড়কে ছিটকে পড়েন। বাবা পড়েন আইল্যান্ডের দিকে আর মেয়ে সড়কের মাঝখানে। আর তখনই পেছন থেকে দ্রুতগতির লরি ফাতেমাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, আজ শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের ৩ নম্বর সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে।
ফাতেমাদের (১৮) বাড়ি ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকায়। তাঁর বাবার নাম মো. ফারুক। ফাতেমা এনায়েত বাজার মহিলা কলেজের ছাত্রী।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, চোখের সামনে মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা দিশাহারা। বারবার বুক চাপড়ে আহাজারি করছেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: