বান্দরবানের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নের ৭ কোটি টাকার ব্যায়ের বান্দরবান বাস টার্মিনাল ও রুমা বাস টার্মিনাল আধুনিকায়নের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (২৩ জুলাই) সকালের বান্দরবান হাফেজঘোনা বাস টার্মিনালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়ন ভিত্তির প্রস্থর উদ্বোধন করেন।
পরে বেলা ১২টায় সদর উপজেলার লেমুঝিরি এলাকায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বান্দরবান উপকেন্দ্রের উদ্বোধন করেন।
বক্তব্য বীর বাহাদুর উশৈসিং বলেন,সরকার পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায় করছে, জনগণ এর সুফলও পাচ্ছে। বান্দরবান বাস টার্মিনালটি চালু হলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে, যানজট কমবে। এ জন্যই বাস টার্মিনালটি নতুনভাবে চালু করা হচ্ছে।
তিনি আরো বলেন, বাস টার্মিনালটি আধুনিক সুবিধা সম্বলিতভাবে নির্মাণ করা হবে। এখানে বিশ্রামাগার, চাইল্ড ফিডিং কেন্দ্র, শৌচাগার ব্যবস্থা থাকবে। তবে নির্মাণের পর টার্মিনালটি রক্ষণাবেক্ষণে পরিবহন মালিক শ্রমিক সবাইকে আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ সাদেক,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ হারুনুর রশ্মিদ, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর সহ পরিবহনের মালিক সমিতি ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: