বছরজুড়ে যা করলেন নোয়াখালীর এসপি

ইসমাইল হোসাইন রায়হান | ২৩ জুলাই ২০২২, ২৩:৫২

সংগৃহীত

গত এক বছরে নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল,অস্ত্র উদ্ধার, নির্বাচন, নারী ও শিশু নির্যাতন দমন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং চাঞ্চল্যকর ঘটনা মোকাবেলায় জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম এর সাহসী ও মানবিক পদক্ষেপে অভাবনীয় সাফল্য

আইন-শৃঙ্খলা পরিস্থিতিঃ

পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম পিপিএম গত ০১\০৮\২০২১ খ্রিঃ নোয়াখালী জেলায় যোগদান করেন।তার যোগদানের পর হতে আইন- শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যেকোন সময়ের চেয়ে স্বাভাবিক রয়েছে। তিনি যোগদান করেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কাজ সমূহ বন্টন করেন এবং প্রতিটি ইউনিটের সাথে তিনি আলাদা আলাদা মিটিং করেন।তার সার্বিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে জেলার সকল পুলিশ ইউনিট তাদের দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠভাবে পালন করে আসছে যার প্রেক্ষিতে আইন -শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেনি। জেলার চাঞ্চল্যকর মামলা সমূহ পুলিশ সুপারের তত্বাবধানে দ্রুত সময়ে রহস্য উদঘাটিত ও আসামী গ্রেফতার হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনঃ

পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম নোয়াখালী জেলায় যোগদানের পর হতে মে/২০২২খ্রিঃ পর্যন্ত ০১(এক) টি ডাকাতি, ০১(এক) টি মানব পাচার, ০১( এক) টি অপহরণ করে ধর্ষণ ও হত্যা এবং ০৪ (চার) টি ক্লুলেস হত্যা, উক্ত ডাকাতি, মানব পাচার, অপহরণ, ধর্ষণ করে হত্যা ও খুনের ঘটনায় রুজুকৃত মামলা গুলোর দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদঘাটন পূর্বক ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন ।

উল্লেখযোগ্য মামলা সমূহ ও কার্যকরী পদক্ষেপঃ

১| সুধারাম থানা কর্তৃক হাসপাতাল হতে চুরি যাওয়া নবজাতক ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার। 

২| সুধারাম থানা এলাকায় রহস্যজনক মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার। 

৩| সুধারাম থানা এলাকায় সেফটি ট্যাংকের ভিতরে থেকে লাশ উদ্ধার, ঘটনার সাথে জড়িত আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও ঘটনার মূল রহস্য উদঘাটন। 

৪| নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর তরুণী হত্যা মামলার আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার। 

৫| কবিরহাট থানা এলাকায় নিজ সন্তান কর্তৃক 'পিতা' হত্যা মামলা এজাহার নামীয় আসামী গ্রেফতার। 

৬| চাটখিল থানা এলাকায় অপহরণ, ধর্ষণ, হত্যা ও লাশ গুম সংক্রান্ত চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামী গ্রেফতার। 

৭ | বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী সংলগ্ন আটিয়া বাড়ির ব্রিজ এলাকায় সংঘটিত ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ১৯,০০,০০০ ( উনিশ লক্ষ) টাকা ছিনতাই এর চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ০৪ জন আসামী গ্রেফতার ও ০৩ টি মোটর সাইকেল জব্দ ও ৪,৫৪,৫০০ টাকা উদ্ধার। 

৮| বেগমগঞ্জে চাঞ্চল্যকর হাসিবুল বাশার হত্যা মামলার প্রধান ও সহযোগী আসামী গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার। 

৯| বিশেষ ঘটনা নিয়ন্ত্রণঃ

  • নোয়াখালী জেলায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এর আগমন সংক্রান্ত বিশেষ ভূমিকা।
  • চাটখিল থানাস্থ খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপির আগমন সংক্রান্ত বিশেষ ভূমিকা। 
  • নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা। 
  • মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহদয়ের নোয়াখালী সফর সংক্রান্ত বিশেষ ভূমিকা। 
  • পূজামন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা। 

কোম্পানীগঞ্জের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপঃ 

কোম্পানীগঞ্জে চলমান দুই গ্রুপের সংঘাতে বিভিন্ন সময়ে অস্ত্র - শস্ত্র নিয়ে মারামারি, হামলা পাল্টা হামলা ইত্যাদি সংঘটিত হয়। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম সাহসী ভূমিকা পালন করেন।

এছাড়াও তিনি নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের পর, 

  • শান্তিপূর্ণ নির্বাচন
  • মাদক নির্মূল
  • অস্ত্র উদ্ধার 
  • সাজা প্রাপ্ত সহ অন্যান্য পরোয়ানা তামিল 
  • চট্টগ্রাম রেঞ্জে ধারাবাহিক সফলতা, 
  • স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল নিয়গ 
  • পুলিশ কল্যাণ 

ও অন্যান্য ক্ষেত্রে দক্ষতার সাথে বিশেষ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য,নোয়াখালী জেলায় ২০২১ সালের পহেলা আগস্ট জেলা পুলিশ সুপার হিসেবে যোগ দেন মো: শহীদুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: