বুধবার (২০ জুলাই) বেলা ১২ ঘটিকার সময় রাজিবপুর উপজেলা কৃষি অফিসের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হয়। ব্যবস্থাপনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রাম।
বীজ সহায়তায় বায়ার সাইন্স বাংলাদেশ লিমিটেড ও সুপ্রিম সীড কোং লিঃ।
উক্ত কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, বাংলাদেশ সরকার কৃষকবান্ধব সরকার তার কারণ আমরা এর আগে দেখেছি সার বীজ এর কৃষকেরা গুলি খেয়েছে এখন কিন্তু সার বীজের সংকট নেই।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই আমাদের কৃষি পণ্যের উপর বেশি নির্ভর করতে হয়। বীজ গুলো আপনারা সঠিক ভাবে ব্যাবহার করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: