বান্দরবানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

আকাশ মারমা মংসিং, বান্দরবান | ২১ জুলাই ২০২২, ০০:৫৮

সংগৃহীত

বান্দরবানে অরণ্যাক ফাউন্ডেশন অর্থায়নে সড়ক সজ্জিতকরণ কর্মসূচি'র জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুভ উদ্বোধন হয়েছে। 

২০ জুলাই বুধবার সকালে কুহালং ইউনিয়নের বান্দরবান জেলা প্রশাসক ও পাল্পউড প্লাউটেশন বিভাগ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি । 

এসময় আরণ্যক ফাউন্ডেশনের কম্পাস সিএইচটি - এফএল আর প্রকল্প সহযোগিতায় বাকিছড়া হতে ডুলু পাড়া পর্যন্ত সড়কের পাশে সজ্জিতকরণ জন্য অনুমানিক ৬ হাজার বিভিন্ন ফলজ চারা রোপন করে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান পাল্পউড প্লান্টেশনের বিভাগের কর্মকর্তা মাহমুদুল হাসান,বন বিভাগের কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ,কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা,সদস্য কালাম,প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: