পটুয়াখালীর কুয়াকাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে আবাসিক হোটেল (রোজ ভ্যালি)রেষ্টুরেন্ট এবং মুদী মনোহারী দোকান থেকে ১ লাখ ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯শে জুলাই) বিকেলে কুয়াকাটা সদর রোড এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা ওপটুয়াখালী জেলা প্রশাসকের তত্বাবধানে কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার সদর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে খাবার হোটেল মায়ের দোয়া থেকে ৫০হাজার।
এক আবাসিক হোটেল প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা ও একটি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে মুদী মনোহরী দোকান"সৈকত ষ্টোর" থেকে ১০ হাজার টাকাসহ সর্বমোট এক লাখ দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও সকল আবাসিক ও খাবার হোটেলের মালিকদের পরিস্কার পরিছন্ন ও মানসম্মত খাবার ন্যায্যমূল্যে বিক্রি করতে বলেন।
অভিযানে পরিচালনাকালে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এ এসআই ফাইজুল এর নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন ।
আপনার মূল্যবান মতামত দিন: