নারায়ণগঞ্জে তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মোশতাক আহমেদ শাওন | ১৭ জুলাই ২০২২, ১০:০৯

সংগৃহীত

 নরায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক হাজার লিটার চোরাই ডিজেলসহ জ্বালানি তেল চোরাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এসও রোড এলাকার মৃত. আলী হোসেনের ছেলে মো. মাসুম রানা (৩৪) ও একই জেলার বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মো.. আবুল হোসেন (৩৫)। 

এ সময় চোরাই ডিজেল তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র‌্যাব। শনিবার (১৬ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে ওই চোরাই ডিজেলসহ গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। তারা দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। 

জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে নামায়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: