চাঁদখালী ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৯টায় বৃক্ষরোপণ করা হয়। "দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি" এই স্লোগানকে সামনে রেখে স্টুডেন্টস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অফ চাঁদখালী ইউনিয়ন (সোয়াক) এর উদ্যোগে ইউনিয়ন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস।
ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এ সময় পরিবেশ ভারসাম্য রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করেন। প্রথম পর্যায়ে চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫ নং চাঁদখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো খায়রুল ইসলাম, এ্যাডঃ রমজান আলী, কমল জিয়াসহ ইউ,পি সদস্যবৃন্দ, এইচ,বি হুযায়ফা ও মুতাসিম নয়ন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে স্টুডেন্টস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অফ চাঁদখালী ইউনিয়ন (সোয়াক) সংগঠনটি চাঁদখালী ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন শিক্ষা মূলক ও পরিবেশ রক্ষার উদ্দেশ্যে কর্মকাণ্ড করে যাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: