রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ০৮

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি | ১২ জুলাই ২০২২, ০৭:৩৯

সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ফুলখালি গ্রামের ডাংগার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গলাচিপা ও পটুয়াখালীর স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল অরুন চৌকিদার ও বশির পল্লানের মধ্যে, এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অরুন চৌকিদার সহ তার পরিবারের ৬জন ও বশির পল্লানের পরিবারের ২ জন গুরুতর আহত হয়েছেন। 

এ বিষয়ে অরুন চৌকিদার বলেন, জমির সীমানা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। আমাদের বাড়ির জমির মধ্যে বেরিবাধ দেয় বশির পল্লান, নান্নু, বাদশা ও আলতাব মাঝিসহ তার তিন ছেলে বাবুল, রবিউল, আবুল। নিষেধ করতে গেলে আমার বাড়ি ঢুকে দা লাঠি সোঠা দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়, এতে আমাদের পরিবারের ৬ জন গুরুতর আহত হয়। এ বিষয় আমরা রাঙ্গাবালী থানায় লিখিত আভিযোগ করেছি।

রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: