-2022-07-11-21-27-56.jpg)
পটুয়াখালীতে সাবেক ছাত্রলীগ ও জেলা যুবলীগ নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশ এর ১৭ তম মত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়েপালিত হয়েছে।
১১ জুলাই সােমবার সকল ৯টায় টাউন জৈনকাঠীতে শহীদ মাহমুদুর রহমান পলাশ এর সমাধীতে পুষ্পস্তক অর্পন করেন তার বাবা পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজলা চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধা আলহাজ্ব এ্যাড. মাঃ সুলতান আহমেদ মৃধা ও তার মা সাবেক মহিলা সাংসদ মিসেস লুৎফুন নেছা সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া পুস্পস্তবক অর্পন করেন জেলা যুবলীগ, ছাত্রলীগ সহ সহযােগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে তার রুহর মাগফেরাত কামনায় দােয়া মােনাজাত অনুষ্ঠিত হয়।
আছর বাদ বিভিন্ন মসজিদে দােয়া মিলাদ এবং মাগরিব বাদ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলােচনা সভা ও মিলাদের আয়াজন করা হয়েছে।
উল্লখ্যে, ২০০৫ সালে যুবলীগের সম্মলনের সময় কিছু দুর্বত্তদের হাতে মারক্তক জখমের পর চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন এই ছাত্রলীগ ও যুবলীগ নেতা।
আপনার মূল্যবান মতামত দিন: