বীর মুক্তিযোদ্ধার উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুর ব্যুরো | ১২ জুলাই ২০২২, ০২:৪২

সংগৃহীত

ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা চালিয়ে সস্ত্রীক ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত করার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান ওদুদ মাতুব্বরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টা হতে ১ টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এর আয়োজন করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সালথা উপজেলা শাখার সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক জেরিন মারজানা শারমিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ খান রাজ, মুক্তিযোদ্ধা প্রজন্মের মো: খোরশেদ খান প্রমুখ।

বক্তাগণ অভিযোগ করেন, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ওদুদ মাতুব্বরের নির্দেশে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর মোল্যার উপর দুর্বৃত্তরা হামলা করে। এসময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা এলেম শেখের বাড়িতেও হামলা করে ভাংচুর চালায় এবং এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিটে আহত করে।

এই ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান ওদুদ মাতুব্বরসহ ৩৬ জনকে আসামী করে সালথা থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধনে বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেফতার দাবি করেন।

মানববন্ধন চলাকালীন সময় সভাস্থলে অ্যাম্বুলেন্সে করে উপস্থিত হন আহত বীর মুক্তিযোদ্ধা এলেম শেখ। অন্যদিকে আহত জাফর মোল্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: