গোর–এ–শহীদ মাঠে নামাজ আদায় করলেন ৩ লাখের বেশি মুসুল্লি

দিনাজপুর প্রতিনিধি | ১১ জুলাই ২০২২, ০৪:০৭

দিনাজপু‌র গোর–এ–শহীদ মাঠে ৩ লাখের বেশি মুসুল্লির নামাজ আদায়: ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে‌ছেন মুসল্লিরা।

সং‌শ্লিষ্ট ব্যক্তিদের দা‌বি, এবার পবিত্র ঈদুল আজহার জামাতে তিন লক্ষা‌ধিক মুসল্লি জামা‌তে অংশ নেন।

রোববার সকাল সা‌ড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন দিনাজপুর ২৫০ শয্যাবি‌শিষ্ট জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।

এর আ‌গে সকাল থে‌কে ‌দিনাজপুরসহ পার্শ্ববর্তী জেলা–উপ‌জেলার মুসল্লিরা নামাজ আদা‌য়ে এখা‌নে আস‌তে থা‌কেন।

দে‌শের অন্যতম বৃহৎ এ ঈদগাহে নামাজ আদায় ক‌রে‌ছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

নামাজ শে‌ষে সং‌ক্ষিপ্ত বক্তব্যে তি‌নি ব‌লেন, আয়তনের দিক থে‌কে গোর–এ–শহীদ ঈদগাহ মাঠ উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। বরাব‌রের মতো এবারও দিনাজপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রায় ৩ লাখ মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেছেন। করোনা ও আবহাওয়া খারাপ থাকায় দূরদূরান্তের মুসল্লিদের উপস্থিতি কম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে এ মাঠের সুন্দর মিনারটি নির্মিত হয়েছে। ভবিষ্যতে এটিকে আরও সুন্দর করার পরিকল্পনা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: