সদরপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

রাকিবুল ইসলাম, সদরপুর, ফরিদপুর | ১০ জুলাই ২০২২, ০১:৫৯

সংগৃহীত

আগামীকাল ১০ই জুলাই পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে শেষ মূহূর্তে জমে উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলার সদরের সাড়ে সাতরশি বাজারের কোরবানির পশুর হাট। কোরবানির পশুর হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি গরুর দিকেই ঝুঁকছে বেশির ভাগ ক্রেতা। পশুর হাট ঘুরে দেখা গেছে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট-বড় ট্রাকে করে গরু ও ছাগল নিয়ে হাটে আসছে বিক্রেতারা। এদিকে গরুর দাম চড়া হলেও ছাগলের দাম নিম্নমূখী।

উপজেলা সদর থেকে গরু নিয়ে আসা আলমীর হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, আমি ২টি গরু নিয়ে হাটে আসি। এর মধ্যে থেকে একটি গরু ৯০ হাজার টাকায় বিক্রি করি। উপজেলার কৃষ্ণপুর থেকে আবুর বাসার মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমার খামারে ছোট বড় বেশ কয়েকটা গরু ছিল। এর মধ্যে থেকে ১টি গরু এক লাখ টাকায় বিক্রি করেছি। হাট পরিচালক রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, হাটের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভলেনটিয়ার, মাইকিং, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন সর্বক্ষণ হাটে মনিটরিং করছে। তিনি আরও বলেন, আমরা ক্রেতা ও বিক্রেতাদের বলছি তারা গরু ও ছাগল নিয়ে রোডে যেন ভিড় না জমায়।


আপনার মূল্যবান মতামত দিন: