১৯৮৬ সালের এসএসসি ব্যাচের ঈদ সামগ্রী বিতরণ 

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২২, ০০:৪০

সংগৃহীত

রাজিবপুরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৮৬ এসএসসি ব্যাচের অর্থায়নে ৬’শ বন্যার্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে রাজিবপুরে উপজেলার মুন্সি পাড়া, ফাটক পাড়া, মেম্বার পাড়া, কাচারী পাড়া, বড়াইডাঙ্গী, করাতিপাড়া, বড়বের চর, কির্তনটারী চর, কাদেরের চর এবং অষ্টিমের চর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণের প্যাকেটে ছিল, চিনি, চিড়া, তেল এবং লাচ্ছা।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ১৯৮৬ এসএসসি ব্যাচের রাজিব পুর উপজেলা শাখা সভাপতি, মশিউর রহমান (রতন), রফিকুল ইসলাম, আছির উদ্দিন, শফিকুল ইসলাম, আবু আহাদ, আজিজুর, আবু সাঈদ, মফিজল প্রমুখ।

ঈদ সামগ্রী পেয়ে আমিনা খাতুন নামের এক বৃদ্ধ মহিলা বলেন, “আমার স্বামী মারা গিয়েছে, পলাহান রা দেহা হোনা করে না, ঈদের আগে এসব পাইয়া মেলা উপকার ওইলো। আল্লাহ তোমাগো ভালো রাহুক।”



আপনার মূল্যবান মতামত দিন: