কোরবানি ঈদের বাকি মাত্র দুই দিন। ফলে বাগেরহাট জেলা প্রশাসক কর্তৃক অনুমোদিত মোংলা পৌর শহরের একমাত্র অস্থায়ী পশুরহাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। বর্তমানে হাটে কোরবানির পশু কেনার চেয়ে দেখার লোক বেশি। হাটে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতার চাহিদা দেশি মাঝারি সাইজের গরুতে। অনেকে তার সাধ্যের মধ্যে কিনছেন ছাগলও।
আজ শুক্রবার (৮ জুলাই) মোংলা পৌর শহরের পশুরহাট ঘুরে দেখা গেছে, হঠাৎ করেই বেড়েছে উৎসুক জনতা। যাদের মধ্যে কেনার লোক কম। ১০০ জন দেখলে ১০ জন গরু কিনছেন। তাও আবার দেশি মাঝারি গরু। সাড়ে চা মণ মাংস মিলবে এমন গরুর দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা।
গরুর বাড়তি দাম প্রসঙ্গে বিক্রেতা আঃ রহিম বলেন, গরু বাজার থেকে বেশী দামে কিনে আনায় এবার গরুর দামও বাড়তি, তাই বেশী দামে বিক্রি করতে হচ্ছে। সব খরচেই আগের থেকে বেশি।
গরু বেচাকেনা কেমন হচ্ছে, জানতে চাইলে গরু ব্যাবসায়ী আনোয়ার বলেন, ইদের বাকী আর দু'দিন। তবে এখনো জমে উঠেনি এ পশুর হাট। ক্রেতার থেকে এখন দেখার পার্টিই বেশি।
আপনার মূল্যবান মতামত দিন: