অল্পের জন্য স্কুল ছাত্রের প্রাণে রক্ষা: প্রশংসায় ভাসছে পুলিশ

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর | ৯ জুলাই ২০২২, ০৬:৫৭

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের সহযোগিতায় অল্পের জন্যে প্রানে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্র।

ওই স্কুল ছাত্র আবিদ শাহরিয়ার(১২) কে বেপরোয়া গতির বাসের নিচে পিষ্ট হওয়া থেকে রক্ষা করে এক পুলিশ কর্মকর্তা।

শুক্রবার সকাল সাড়ে এগারো টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের চরখালী বিসমিল্লাহ চত্বর নামক স্থানে এই ঘটনা ঘটে। 

আবিদ শাহরিয়ার চরখালী গ্রামের আক্তারুজ্জামান আবু মল্লিক এর ছেলে এবং ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল- মঠবাড়িয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস সানভী ট্ররাভেল্স দ্রুত গতিতে মোড় ঘুরতে ছিল। এসময়ে পাশে থেকে সাইকেল নিয়ে আসছিল শাহরিয়ার। এমন সময় বাসের পিছনের চাক্কায় পিষ্ট হওয়ার উপক্রম হয়েছিল তখন পুলিশের এক কর্মকর্তা স্কুল ছাত্রকে টেনে রাস্তার পাশে নিয়ে আসে। প্রানে বেঁচে যায় শাহরিয়ার। 

শাহরিয়ারের পিতা জানান, ভান্ডারিয়া থানার উপ- পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক এর কারণে বাসের চাকায় পিষ্ট হয়ে থেকে রক্ষা পেয়েছে শাহরিয়ার। তিনি ঘটনা স্থলে না থাকলে হয়তো আজ শাহরিয়ার কে জীবিত পেতাম না। 

উপ- পরিদর্শক সিদ্দিক জানান, চোখের সামনে বড় একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে তাত্ক্ষণিক শাহরিয়ারকে রাস্তার পাশে নিয়ে আসতে পারায় প্রান রক্ষা পেয়েছে। 

পুলিশের এমন সহোযোগিতায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।



আপনার মূল্যবান মতামত দিন: