চৌদ্দগ্রামে ১ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি | ৫ জুলাই ২০২২, ০৫:০০

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভা ও তেরটি ইউনিয়নের ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হালিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, শাহ আলম মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ সোলায়মান, জিয়াউল আলম, হিসাব রক্ষক কাম অফিস সহকারী মানিক পাটোয়ারী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: