অবৈধ সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসকর্মী-পুলিশের ওপর হামলা

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২২, ০০:০২

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাস গ্যাসের কর্মীসহ পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। রোববার বিকেলে উপজেলার বরপা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কিছু দুস্কৃতিকারী তিতাস গ্যাসের কর্মী এবং পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। পরে পাশের লিথুন ফ্যাব্রিপে হামলা এবং গাড়ি ভাংচুর করা হয়েছে।

ভিডিও ফুটেজ দেখে ২০-২৫ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তিতে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। 

 



আপনার মূল্যবান মতামত দিন: