চুয়াডাঙ্গায় বালিভর্তি ট্রাক্টর চাপায় মেধাবী স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৪ জুলাই ২০২২, ০৪:০০

সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর নামক স্থানে বালি ভর্তি ট্রাক্টর চাপায় আলামিন হোসেন লিখন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ী ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। সে দর্শনা পৌরসভার তালবাগান এলাকার আশরাফুল হকের ছেলে ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র। তার শ্রেণির রোল নম্বর ছিলো ১। 

স্থানীয়রা জানায়, সকালে মেমনগর স্কুলে প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ী ফিরছিলো লিখন। এ সময় রামনগর রাহাত ডেকরেটারের সামনে পৌছালে তার সাইকেলের চেইন পড়ে যায়। তখন সে সাইকেল থেকে নেমে চেইন তুলছিলো। এ সময় দর্শনার দিক থেকে দ্রুতগতিতে আসা দর্শনা এন্টারপ্রাইজ নামের একটি বালি ভর্তি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: