তাড়াইলে কৃষ্ণচূড়া নামে ভ্রাম্যমান পর্যটক কেন্দ্রের উদ্বোধন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ৩ জুলাই ২০২২, ১১:৫৯

সংগৃহীত

ভ্রমণ পিপাসুদের জন্য কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পংপাচিহা চত্বরে কৃষ্ণচূড়া নামে ভ্রাম্যমান পর্যটক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, ২ জুলাই শনিবার বিকাল ৪ টার দিকে তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পংপাচিহা চত্বরে কৃষ্ণচূড়া নামে ভ্রাম্যমান পর্যটক কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ -৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু'র

তাড়াইল- করিমগঞ্জের রাজনৈতিক সমন্বয়কারী ও বাংলাদেশ আওয়ামীলীগ যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত সদস্য আমিরুল ইসলাম খান বাবলু।

এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির যুগ্ন -আহবায়ক 

ও তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ,

জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল,জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

 



আপনার মূল্যবান মতামত দিন: