বান্দরবানে শুরু হল বৃক্ষ মেলা

বান্দরবান প্রতিনিধি | ২ জুলাই ২০২২, ১২:৩৫

ছবি: সময় ট্রিবিউন

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি- প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষমেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) বিকালে বান্দরবান জেলা প্রশাসক সম্প্রীতির মুক্তমঞ্চে স্থানীয় সরকার উপ- পরিচালক লুৎফর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুরুতেই জেলা প্রশাসক কার্যালয় হতে র‍্যালী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে সমাপ্তি ঘটে। পরে বান্দরবান জেলা প্রশাসক চত্ত্বরের আকাশের বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় শিক্ষার্থীর ও সরকারী-বেসকারী কর্মকর্তাগণ র‍্যালিতে অংশগ্রহন করেন।

এবারের বৃক্ষমেলায় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্থল অংশগ্রহন করেন।

প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে সবাইকে গাছ লাগাতে হবে। বাড়ি আঙিনায় যত্রতত্র স্থানে গাছ লাগিয়ে পরিবেশকে আরো বৃদ্ধি করতে হবে। পরিবেশ বাচঁলে বাচঁবে বনাঞ্চল।তাই সবাইকে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে বেশী করে গাছ লাগানোর আহব্বান জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান পাল্পুড প্ল্যান্টেশনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক রফিকুল ইসলামসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: