শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস সহ মো.সাদ্দাম হোসেন (২৬) কে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ।
জানাযায়, গ্রেফতারকৃত যুবক ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল মাদারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নেছার আহমেদ ওরফে তোতা’র ছেলে।
২৯ জুন (বোধবার) আনুমানিক রাত ১০.৫০ ঘটিকার সময় তাকে গ্রেফতার করা হয়।
পুুলিশ সুত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল আলম ভূঁইয়া'র নির্দেশে এস.আই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় এ.এস.আই আতিকুর রহমান ও এ.এস.আই নাইমুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ব ধানশাইলের মাইটে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়কালে অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন কে ১৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় অজ্ঞাত পরিচয়ে আরও ২ ব্যক্তি পালিয়ে যায়।
এ বিষয়ে গ্রেফতারকৃত যুবক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০(ক)/৪০ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন,৩০ জুন বৃহস্পতিবার মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: