ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

পাইকগাছা প্রতিনিধি | ২৯ জুন ২০২২, ২২:০২

সংগৃহীত

পাইকগাছায় গড়ইখালী ইউপি চেয়ারম্যান ও কৃতি ফুটবলার জি,এম আব্দুস ছালাম কেরু'র নামে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইউনিয়ন বাসির ডাকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গড়ইখালী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠেয় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ সাত্তার গাজী। শিক্ষক গনেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনোজ কুমার বর্মন,সাবেক প্রধান শিক্ষক দিলীপ কুমার সানা,অবঃ শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, নূরুল ইসলাম সরদার, আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার নন্তু,শিক্ষক উজ্জ্বল কুমার সানা,দীলিপ সানা,কুমারেশ মন্ডল, লক্ষীকান্ত সরদার,ইউপি সদস্য আয়ুব আলী সরদার,আব্বাস আলী মোল্লা, মোঃ মোমিন উদ্দীন,অচিন্ত কুমার সরদার, যমুনা রানী বৈদ্য,শিউলী মনি,নাছিমা আক্তার,ফকিরাবাদ ক্যাথোলিক খৃীষ্টান মিশনের চেয়ারম্যান আন্দ্রিয় গাইন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন গড়ইখালীর একটি ষড়যন্ত্রকারী মহলের চক্রান্তে খৃীষ্টান মিশনের বাসিন্দা প্রধানমন্ত্রীর তহবিলের ৪০ হাজার টাকার সহয়তা প্রাপ্ত সুকুমার মন্ডলকে সাজিয়ে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আঃ ছালাম কেরু'র নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পাইকগাছার ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে বক্তারা বলেন, প্রথমে সুকুমারের নামে প্রধানমন্ত্রীর দেয়া ৪০ হাজার টাকার চেক হারিয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ থানায় জিডি করেন,যার নং-১০৫৩। এর পর ব্যাংক কর্তৃপক্ষ শর্তদিয়ে সুকুমারকে ৪০ টাকা দিয়ে দেয়। এদিকে হারানো চেকের বিষয়ে সুকুমারের দ্বিতীয়বার আর্থিক আবেদনের প্রেক্ষিতে ও সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু'র সুপারিশে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সুকুমারের নামে আবারো ৪০ টাকা বরাদ্দ হয়। গত ২৫ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে এমপি, সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তার চেক বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সুকুমার উপস্থিত না হলে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আঃ ছালাম কেরু চেকটি নিয়ে গড়ইখালী ইসলামী এজেন্ট শাখার ম্যানেজারের কাছে দিলে সুকুমার মন্ডলের ব্যক্তিগত একাউন্টে ৪০ হাজার ক্যাশ জমা হয়। কিন্তু সুকুমার চেয়ারম্যান কর্তৃক তার টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে প্রধানমন্ত্রী কর্যালয়ে অভিযোগ করলে গোটা এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়। এদিকে গড়ইখালী ইসলামী এজেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক ইয়াকুব আলী সানা গত ৫-৬-২২ তারিখে সুকুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। যা তদন্তাধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: