শহীদ কামারুজ্জামানের ৯৯ তম জন্মবার্ষিকীতে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি | ২৭ জুন ২০২২, ১১:৪৪

সংগৃহীত

জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে জয় বাংলা চত্বরে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ ঠাকুর মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে জয় বাংলা চত্বরে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ ঠাকুর মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সভা অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি সুনন্দন দাস, সহ সভাপতি সমর রায়, সাধারণ সম্পাদক পাপন রায়, ক্যাশিয়ার রতন পাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই সময় মন্দির কমিটির সদস্যরা শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন। এ সময় সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন মুজিবনগর সরকার গঠন এবং যুদ্ধ পরিচালনায় তার দক্ষতা ও যোগ্যতা ছিল প্রশংসনীয়। দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি, সর্বদাই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: