বান্দরবানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

বান্দরবান প্রতিনিধি | ২৭ জুন ২০২২, ০২:৫৪

ছবি: সময় ট্রিবিউন

বান্দরবানের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনা রিজিয়ন।

রবিবার (২৬ জুন) সকালে বান্দরবান সদর সেনা রিজিয়নের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন নাঈম পারভেজ, জেএসও-২ (ইন্ট)।

এসময় সেনা রিজিয়নের উদ্যেগে ৬৫ জন দুস্থ ও অসহায় পরিবার মাঝে মোট ৩ লক্ষ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বক্তব্যে প্রধান অতিথি ক্যাপ্টেন নাঈম পারভেজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, আজকের এ সহায়তা তারই একটি দৃষ্টামতমূলক উদাহরণ।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

এ সময় বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন ফয়সাল, জেএসও-৩ (এডুকেশন) সহ রিজিয়ন সদর দপ্তর এর কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: