মহিপুরে মৎস্য খামারে বিষ প্রয়োগ ৪লক্ষাধিক টাকার মাছ নিধন

মোঃআল-আমিন, কলাপাড়া(পটুয়াখালী) | ২৬ জুন ২০২২, ২২:৩৮

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সদর ইউনিয়ন বিপিনপুর গ্রামের স্হায়ী বাসিন্দা মোঃসেলিম সিকদার নামের এক মৎস্য চাষীর মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।সেলিম সিকদার দীর্ঘ দিন ধরে ঐ মৎস্য খামারে মাছ চাষ করে আসছিলো।

শুক্রবার(২৪জুন)সকাল ১১ টার দিকে,তার মৎস্য খামারের পাশে বসবাস রত স্হায়ী বাসিন্দা মোঃ আনছার সিকদারের স্ত্রী মোসাঃ সালেহা বেগম উক্ত মৎস্য খামারের চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া সব গুলো নেট কেটে ফেলে।

এবং পরবর্তীতে ঐ খামার মালিক সেলিম সিকদার তা জিজ্ঞেস করতে গেলে তার উপর চড়াও হন ঐ নারী।এবং তার মৎস্য খামারে কোন মাছ থাকবে না বলে হুমকি-ধামকি দেন।

পরের দিন সকালে সেলিম সিকদার পুকুরের পারে গেলে দেখতে পান তার পুকুরের সমস্ত মাছ মরে ভেঁসে আছে।

পরবর্তীতে সেলিম সিকদার তা এলাকার গন্য-মান্য ব্যাক্তিদের অবহিত করে।পরে মহিপুর থানায় সাধারণ জায়েরী করেন।

এবং এই ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।



আপনার মূল্যবান মতামত দিন: